সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ মা-মেয়ের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ মা ও মেয়ে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। তারা হলেন, গৃহবধূ সোনিয়া জান্নাত (২৫) ও দুই বছর বয়সী শিশু কন্যা হুমাসা জান্নাত (২)। গৃহবধূর ভগ্নিপতি সাইফুল ইসলাম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার বেলা সোয়া ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের তামিশনা ফ্যাশন ওয়্যার লিমিটেডের সামনে দেলোয়ার হোসেনের বহুতল ভবনের পাঁচ তলার একটি ফ্ল্যাটে এ আগুনের ঘটনা ঘটে। আগুনে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া গৃহবধূ সোনিয়া জান্নাত (২৫) ও তার দুই বছর বয়সী শিশু কন্যা হুমাসা জান্নাত (২) দগ্ধ হন। আহতদের উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা মেডিকেল সেন্টার ও পরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। নিহত গৃহবধূর স্বামী গোলাম মোস্তাফা এলাকার পার্শ্ববর্তী মেঘনা সাইকেল ইন্ডাস্ট্রিজে কর্মকর্তা হিসেবে কর্মরত। ঘটনার সময় তিনি গোলাম মোস্তফা কর্মস্থলে ছিলেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার কাফিলাবাগ গ্রামে।

সর্বশেষ খবর