সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা
সিলেট উপনির্বাচন

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ হাবিবের বিরুদ্ধে শফি চৌধুরী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। গত শনিবার রাতে বিএনপির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি ওই আসনের সাবেক সংসদ সদস্যও ছিলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলীয় দফতরের দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্য করার পরিপ্রেক্ষিতে গেল ১৫ জুন শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল। এ নোটিসের জবাবে তার বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক না হওয়ায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হাবিবের প্রার্থিতা চ্যালেঞ্জ : সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে অভিযোগ দাখিল করেছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। গতকাল বিকালে আতিক নির্বাচন কমিশনে গিয়ে এ অভিযোগ দাখিল করেন। আতিকের অভিযোগ, হাবিব যুক্তরাজ্যের নাগরিক। বিদেশি নাগরিক হিসেবে তিনি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না।

সর্বশেষ খবর