সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

দ্রুত পণ্য খালাসে অ্যাকশনে কাস্টমস

শুল্ক-কর পরিশোধ করে পণ্য খালাসে ব্যর্থ হলেই নিলাম দেবে চট্টগ্রাম কাস্টমস

রুহুল আমিন রাসেল

দ্রুত পণ্য খালাসে অ্যাকশনে কাস্টমস

দেশের বন্দরে বন্দরে পণ্যের জট লেগেছে। এ অবস্থায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর ও হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দ্রুত পণ্য খালাসে অ্যাকশনে রয়েছে কাস্টমস। শুল্ক-কর পরিশোধ করে পণ্য খালাসে ব্যর্থ হলেই নিলাম দেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। সংস্থাটি বলেছে, ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পণ্যের বৈধ আমদানিকারক ও সৎ করদাতাদের সার্বিক সহযোগিতা করা হবে। এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ইতিমধ্যে শুল্ক আইনে থাকা নিলামের বিধানটি স্মরণ করে গণবিজ্ঞপ্তি দিয়েছি। আগামী ১ জুলাই থেকে নিলাম-সংক্রান্ত বিধানটি কঠোরভাবে প্রয়োগ শুরু করব।’ এর আগে সমুদ্রবন্দর ও বিমানবন্দরের মাধ্যমে আমদানি হওয়া পণ্য দ্রুত ছাড়করণের ঘোষণা দিয়ে ১৩ জুন গণবিজ্ঞপ্তি জারি করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম। এতে বলা হয়, শুল্ক আইনের বিধান অনুযায়ী সমুদ্রবন্দরের মাধ্যমে আমদানি হওয়া পণ্যচালান বন্দরে অবতরণের পরবর্তী ৩০ দিনের মধ্যে এবং বিমানবন্দরে অবতরণের পরবর্তী ২১ দিনের মধ্যে অথবা উভয় ক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষের অনুমোদিত অতিরিক্ত সময়সীমার মধ্যে শুল্ক-কর পরিশোধ করে পণ্য খালাস নিতে হবে। অন্যথায় পণ্য নিলাম বা আইনানুগ উপায়ে নিষ্পত্তি করা হবে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুল্ক আইন লঙ্ঘনের অপরাধে জরিমানা ও বন্দর ফি পরিহারের লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের অধিক্ষেত্রাধীন চট্টগ্রাম বন্দর, সব অফডক ও হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে আমদানি হওয়া ও অখালাস থাকা সব পণ্য চালান আইন মোতাবেক দ্রুত খালাস করতে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের অনুরোধ করা হলো। অন্যথায় উল্লিখিত সময়ের মধ্যে অখালাসে থাকা পণ্যচালান আইন ও বিধি মোতাবেক নিষ্পত্তি করা হবে। একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বৈধ আমদানি ও সৎ করদাতাদের সার্বিক সহযোগিতা প্রদান করতে (চট্টগ্রাম কাস্টমস) বদ্ধপরিকর। বিদ্যমান আইন ও বিধি মোতাবেক যথাযথ পরিমাণ রাজস্ব আদায় ও দ্রুত পণ্যচালান খালাসের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহায়তা চেয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর