সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

টানা বৃষ্টিতে উপকূলে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

টানা বৃষ্টিতে উপকূলে বিপর্যস্ত জনজীবন

খুলনার উপকূলীয় এলাকায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিনের ভারি বৃষ্টিতে কয়রা উপজেলায় প্রায় দেড় হাজার পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। এ ছাড়া পাইকগাছা, দাকোপ এলাকায় সবজিখেত ও আমনের বীজতলা নষ্ট হয়েছে। একই সঙ্গে ভারি বৃষ্টিতে বেড়িবাঁধে ভাঙন নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। কয়রা উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমেদ বলেন, টানা বৃষ্টিতে কয়রার ছোট-বড় প্রায় দেড় হাজার পুকুর, ঘের পানিতে তলিয়ে গেছে। গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। বৃষ্টিতে সেই পানি আরও বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে পুকুর, ঘের। পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, জমিতে বর্তমানে পুঁইশাক, কাঁচামরিচ, করলাসহ নানা ধরনের সবজি চাষ হচ্ছে। টানা বৃষ্টিতে খেতে পানি জমে যাওয়ায় সবজিচাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে পানিতে প্লাবিত হওয়ায় খেটে খাওয়া দরিদ্র মানুষ বিপাকে পড়েছেন। পানিবন্দী হয়ে ভোগান্তিতে রয়েছে অসংখ্য মানুষ। দিনমজুর ভ্যানচালকসহ নানা পেশার মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বলেন, ইয়াসের ক্ষয়ক্ষতি না সামলাতেই আবারও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন উপকূলের মানুষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর