সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

র‌্যাবের অভিযানে বিটকয়েন চক্রের হোতাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দারুস সালাম থেকে অবৈধ বিটকয়েন ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম হোতা হামিমসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, হামিম ২০১৩ সালে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের ওপর দক্ষতা লাভ করেন। এরপর তিনি নিজেই একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে ৫০ জনকে বিটকয়েন জালিয়াতির প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। এ চক্রে কয়েক হাজার সদস্য রয়েছেন। প্রতি মাসে তারা দেড় কোটি টাকা বিটকয়েনের মাধ্যমে লেনদেন করতেন। তারা ভার্চুয়াল জগতে অবৈধ ডার্ক পর্নোসাইট থেকে পর্নোগ্রাফি ক্রয় করেন। এরপর সেগুলো বেশি টাকায় দেশের বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেন। গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সর্বশেষ খবর