সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

বিনামূল্যে ঘর দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন শেখ হাসিনা : জ্যাকব

এম আবু সিদ্দিক, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, দরিদ্র ও অসহায় গৃহহীন পরিবারকে বিনামূল্যে ঘর দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন শেখ হাসিনা। তাঁর এই কর্ম পৃথিবীর ইতিহাসে মানবতা ও অধিকার প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। গতকাল ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে গৃহহীনদের মাঝে বিনামূল্যে গৃহ ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে গতকাল ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ গৃহহীনদের গৃহ ও জমি হস্তান্তর কর্মসূচির উদ্বোধন শেষে চরফ্যাশনের বিভিন্ন এলাকায় নির্মিত তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন এমপি জ্যাকব। জ্যাকব বলেন, মুজিববর্ষে গৃহহীন পরিবারকে বাড়ি করে দিয়ে আত্মমর্যাদা ও নতুন স্বপ্ন দেখিয়েছেন শেখ হাসিনা।

বর্তমান সরকারের লক্ষ ও উদ্দেশ্য ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে উপার্জনমুখী সক্ষম করে তোলা। আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আমলে একটি মানুষও গৃহহীন থাকবে না।

সর্বশেষ খবর