বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা
একনজরে

লাইসেন্স ছাড়া সয়াবিন তেল বাজারজাত, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরায় লাইসেন্স ছাড়া সয়াবিন তেল বাজারজাত করার অপরাধে ‘ডলফিন এমএস কোম্পানি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই। সোমবার ডিএমপির সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। ডেমরার আমুলিয়া মডেল টাউনে অবস্থিত ডলফিন এমএস কোম্পানি লিমিটেড বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহার করে ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় এই জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসার হিসেবে সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর