বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা
কফিলউদ্দিন হত্যা

তিন আসামির মৃত্যুদন্ড কমে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের আলোচিত হাজী কফিলউদ্দিন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন, জাকির হোসেন হাজী ও কাজী জয়নালের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে হাই কোর্টে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামানকে খালাস দিয়েছে আদালত। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালে নিম্ন আদালত এ মামলায় চারজনকে মৃত্যুদন্ড দেয়। ১২ জনকে যাবজ্জীবন দেওয়া হয়। ২০১১ সালে হাই কোর্ট তিনজনের মৃত্যুদন্ড ও আসামি জামানের সাজা কমিয়ে যাবজ্জীবন দেয়। অন্য ১২ আসামিকে খালাস দেয়।

নিজ মার্কেটের ভাড়ার টাকা তুলতে গেলে নারায়ণগঞ্জের সানারপাড়ে হাজী কফিলউদ্দিন সুপার মার্কেটের মালিক কফিলউদ্দিনকে ২০০৩ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার দুই দিন পর ১৮ ডিসেম্বর ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর