বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

ফোনালাপে আড়িপাতা বন্ধে নোটিস

নিজস্ব প্রতিবেদক

ফোনালাপে আড়িপাতা বন্ধ করতে সরকারকে আইনি নোটিস দেওয়া হয়েছে। রেজিস্ট্রি ডাকযোগে গতকাল সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী এ নোটিশ পাঠান। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উদ্দেশে এ নোটিস পাঠানো হয়েছে। নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে ফোনালাপে আড়িপাতা বন্ধে কার্যকর পদক্ষেপ জানাতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট করা হবে। নোটিসে উল্লেখ করা হয়, ২০০১ সালের বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অ্যাক্ট, ২০০১ ধারা ৩০ (চ) অনুযায়ী টেলিযোগাযোগের একান্ততা রক্ষা নিশ্চিত করা এই কমিশনের দায়িত্ব। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, এ ধরনের ফোনালাপ ফাঁসের ঘটনা অহরহ ঘটছে।

অথচ বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী কমিশনের দায়িত্ব হলো ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণ নিশ্চিত করা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর