বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে বাড়ছে আক্রান্ত বাড়ছে জটিল রোগী

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে ক্রমেই জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই নতুন করে বাড়ছে সংক্রমণ। জটিল-সংকটাপন্ন অবস্থা নিয়ে প্রতিদিনই অনেকে ভর্তি হচ্ছে আইসিইউ ওয়ার্ডে। সরকারি-বেসরকারি চিকিৎসা কেন্দ্রের আইসিইউ ওয়ার্ডে বাড়ছে রোগী। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন চিকিৎসকরাও। জানা যায়, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ১৮ শয্যার আইসিইউ ইউনিটে গত প্রায় এক মাস ধরেই ১৫ থেকে ১৮ জন ভর্তি থাকে। তাছাড়া ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ডেও গড়ে রোগী ভর্তি থাকে ৬০ থেকে ৮০ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১০ শয্যার আইসিইউ ইউনিট গত ১০ দিন ধরেই রোগীতে পূর্ণ। গতকালও ভর্তি ছিল ১০ জন। তাছাড়া আইসোলেশন ওয়ার্ডে আছে ৬০ জন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আইসিইউ শয্যা আছে ১৫টি। গত ১৫ দিন ধরে প্রায় সবগুলো শয্যাই রোগী ভর্তি থাকছে। তাছাড়া বেসরকারি হাসপাতালের আইসিইউগুলোও রোগী ভর্তি থাকছে।  চট্টগামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ১০ দিন ধরেই চট্টগ্রামের সরকারি হাসপাতালের আইসিইউগুলো রোগীতে পূর্ণ থাকছে। এটি আমাদের জন্য একটি সংকেত। তবে করোনা চিকিৎসায় আমাদের সক্ষমতা বেড়েছে। কিন্তু মানুষকে অবশ্যই সচেতন থাকতে হবে। না হয় সংক্রমণ ঠেকানো কঠিন হবে। জেনারেল হাসপাতালের করোনার আইসিইউ ইউনিটের প্রধান ডা. রাজদ্বীপ বিশ্বাস বলেন, গত এক মাস ধরে আইসিইউ ইউনিটে ১৫ থেকে ১৮ জন পর্যন্ত রোগী ভর্তি থাকছে। তবে চিন্তার বিষয় হলো- ভর্তি হওয়া রোগীগুলো খুব দ্রুতই সংকটাপন্ন হয়ে যাচ্ছে।

জরুরি চিকিৎসা শুরুর আগেই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তিনি বলেন, মানুষ এখন অনেকটাই রিলাক্স মুডে। অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি। চলাফেরাও বেপরোয়া। ফলে বাড়ছে সংক্রমণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর