বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

চিড়িয়াখানায় অজগরের ডিমে ২৮ বাচ্চা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চিড়িয়াখানায় অজগরের ডিমে ২৮ বাচ্চা

চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগরের ৩১টি ডিম থেকে ২৮টি বাচ্চা ফোটানো হয়েছে। গতকাল দীর্ঘ ৬৭ দিন পর ডিম থেকে বাচ্চাগুলো ফোটে বের হয়। এদের চিড়িয়াখানায় পরিচর্যা করা হচ্ছে। জানা যায়, এর আগে ২০১৯ সালের জুন মাসে দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতে তৈরি ইনকিউবেটরে ২৫টি অজগরের বাচ্চা ফোটানো হয়েছিল, যা পরে বন্য পরিবেশে ছাড়া হয়েছিল। এবার তিনটি ডিম নষ্ট হয়েছে। বর্তমানে চিড়িয়াখানায় ২২টি বড় অজগর রয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমীন বলেন, চিড়িয়াখানায় অজগরের ৩১টি ডিম থেকে ২৮টি বাচ্চা ফোটানো হয়েছে। বাচ্চাগুলো চিড়িয়াখানায় পরিচর্যা করা হচ্ছে। সাপ সংরক্ষণে চিড়িয়াখানার কার্যক্রম মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, জেলা প্রশাসক প্রাণী সংরক্ষণে চিড়িয়াখানার কার্যক্রম বৃদ্ধিতে জোর দিচ্ছেন। এর মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনে বিশেষ ভূমিকা রাখছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর