বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে ৪৭টি ঘর উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের লালখান বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ একে খান পাহাড়ে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসকারী ৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। উচ্ছেদ করা ঘরগুলোর অধিকাংশই টিনের তৈরি।

অভিযানে পরিবেশ অধিদফতর, পিডিবি, কর্ণফুলী গ্যাসের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের একটি দল, ৬০ জন পুলিশ ও উচ্ছেদ কাজে ৮০ জন শ্রমিক অংশ নেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত চালনো অভিযানে ৪৭টি ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ করা হয়েছে। বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের প্রাণ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর