বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

সাবেক এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলার চার্জশিট অনুমোদন দুদকের

নিজস্ব প্রতিবেদক

খুলনা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলার তদন্ত শেষে চার্জশিট আদালতে জমা দেওয়ার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল কমিশন এ চার্জশিট অনুমোদন দেয়। শিগগিরই আদালতে এ চার্জশিট পেশ করবে দুর্নীতি বিরোধী এ সংস্থাটি। সূত্র জানায়, সম্পদ গোপনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে মিজানুর রহমানের বিরুদ্ধে ২০১৯ সালের ৭ আগষ্ট দুদকের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ বাদি হয়ে মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে ১০ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল। এজাহারে অভিযোগ আনা হয়েছিল এমপি থাকাকালে ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। পরে দীর্ঘ তদন্ত শেষে মিজানুর রহমানের বিরুদ্ধে ২০ লাখ টাকার সম্পদ গোপনসহ ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অজর্নের দালিলিক তথ্য-প্রমাণ পাওয়া যায়। ফলে তদন্তকারী কর্মকর্তা মিজানুরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে চার্জশিট দাখিলের সুপারিশ করেন। তদন্তকারী কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে কমিশন এই মামলার চার্জশিট দাখিলের প্রস্তাব অনুমোদন দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর