বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা
ঢাকা-১৪ আসনে উপনির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী আগা খান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু। গতকাল তার প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় তিনি একক প্রার্থী হিসেবে রয়েছেন। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং অফিসার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল বলেন, চারজন প্রার্থীর মধ্যে তিনজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন একক প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের আগা খান মিন্টু। বৃহস্পতিবার (আজ) মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর আওয়ামী লীগের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

 

এ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও রিটার্নিং অফিসার বাছাইয়ের সময় দুজনের মনোনয়নপত্র বাতিল করেন। বাকি চার প্রার্থীর মধ্যে গতকাল জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাসদের মো. আবু হানিফ, বিএনএফের এ ওয়াই এম কামরুল ইসলাম করোনা সংক্রমণের কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এখন একক প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের আগা খান মিন্টু।

জানা গেছে, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষর রিটার্নিং অফিসার যাচাই-বাছাই করেন। এর মধ্যে চারজন ভোটার সংশ্লিষ্ট আসনের নন বলে প্রমাণিত হয়। ফলে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। এ ছাড়া মনোনয়নপত্র অসম্পন্ন হওয়ায় এম রুহুল আমীন সরকারের মনোনয়নপত্র বাতিল হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর