বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা
খুলনায় অর্থ আত্মসাৎ

জেলা পরিষদের কর্মচারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দুর্নীতির মাধ্যমে আত্মসাৎকরা প্রায় ৩৬ লাখ ৩৪ হাজার টাকা আদায়ের জন্য খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। জেলা প্রশাসকের কার্যালয়ের জেনারেল সার্টিফিকেট আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করে। গতকাল খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরের জেলা পরিষদের দরপত্র বিক্রির ২৩ লাখ টাকা, খেয়াঘাট ইজারার ২০ লাখ টাকা ও টিএ বিলসহ বিভিন্ন খাতের প্রায় ৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। এ ছাড়া ২০১৯ সালে অর্থ আদায়ের জন্য জেলা পরিষদ জেনারেল সার্টিফিকেট আদালতে মামলা করে।

এর মধ্যে মিজানুর রহমান দরপত্র বিক্রির ২৩ লাখ টাকার মধ্যে ১৩ লাখ টাকা ফেরত দিলে আদালত বাকি ৩৬ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা ফেরত দেওয়ার আদেশ দেয়। কিন্তু মিজানুর রহমান টাকা ফেরত না দিয়ে রায়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালতে আপিল করেন। ওই আপিল খারিজ হয়ে গেলে ২০ জুন জেনারেল সার্টিফিকেট আদালত মিজানুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতারের অভিযান শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর