বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

চীনের আইবিএম ক্যামস টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

চীনের আইবিএম ক্যামস কভিড টিকার বাংলাদেশে ট্রায়ালের জন্য আইসিডিডিআর’বিকে অনুমতি দিয়েছে বিএমআরসি (বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ)। এ ছাড়া আরও দুটি টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ওয়ান ফারমা নামের দেশীয় প্রতিষ্ঠান চীনের আইবিএম ক্যামসের দেশীয় এজেন্ট। গতকাল বিএমআরসির বিজ্ঞপ্তিতে জানা যায়, ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজি অব দ্য চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্স উদ্ভাবিত করোনার টিকাকে সংক্ষেপে ‘আইএমবি ক্যাম্পস’ বলা হয়। কয়েক দিন আগেই দেশে একসঙ্গে তিনটি টিকার মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত সিদ্ধান্তের খবর বিএমআরসির বরাতে প্রকাশ হয়েছিল। তবে এখন পর্যন্ত এই একটি টিকাকেই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর