শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

জামায়াতের প্রেতাত্মাকে স্থান দেওয়া যাবে না

কুমিল্লা প্রতিনিধি

জামায়াতের প্রেতাত্মাকে স্থান দেওয়া যাবে না

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, দল ভারী করার জন্য জামায়াতের কোনো প্রেতাত্মাকে স্থান দেওয়া যাবে না, বঙ্গবন্ধুর খুনিদের কোনো স্বজনকেও নয়। ইউপি নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। গতকাল মুরাদনগর উপজেলা সদরের নুরুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। বিশ্ব আজ বাংলাদেশকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামেই চেনে। আমাদের নেত্রী দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে আলোকিত বাংলাদেশে রূপান্তর করেছেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীনের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি, সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সেলিমা আহমাদ মেরী এমপি, অ্যারোমা দত্ত এমপি, উত্তর জেলার সহসভাপতি আবদুল মান্নান জয় প্রমুখ।

উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন, তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর