শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা
আইসিএবি ওয়েবিনারে বিশেষজ্ঞরা

কোম্পানিজ অ্যাক্টের কিছু বিধান পরিবর্তন দরকার

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়িক বৈশ্বিক সূচকে বাংলাদেশের পারফরম্যান্স উন্নতির জন্য  কোম্পানিজ অ্যাক্টে কিছু বিধান পরিবর্তন করা উচিত। দেশের  কোম্পানিগুলোকে তাদের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। আন্তর্জাতিক নিরীক্ষণ স্ট্যান্ডার্ড (আইএসএ) দ্বারা এই হিসাব ও আর্থিক বিবরণী নিরীক্ষা করা উচিত। দেশের আইনানুসারে আন্তর্জাতিক ও স্থানীয় বিনিয়োগকারীদের আইএফআরএস এবং আইএসএ মেনে চলতে হবে। গতকাল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) কোম্পানিজ অ্যাক্টের পরিপ্রেক্ষিতে ইজ অব ডুয়িং বিজনেস শীর্ষক ওয়েবিনারের বিশেষজ্ঞরা এ সুপারিশ তুলে ধরেন। আইসিএবি সভাপতি মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, প্যানেল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন যৌথ স্টক কোম্পানি ও ফার্মস (আরজেএসসি)-এর ভারপ্রাপ্ত নিবন্ধক এ এইচ এম আহসান প্রমুখ।

বক্তারা বেশ কয়েকটি পর্যবেক্ষণ এবং সুপারিশ তুলে ধরেন। তারা বলেন, ২০২০ সালে কোম্পানিজ আইন ১৯৯৪-এ সংশোধনী আনা হয়েছে, তা সত্ত্বেও  এই আইনের কিছু বিধান সিঙ্গাপুর ও হংকংয়ে গৃহীত পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করা দরকার। তারা আইসিএবি কর্তৃক নির্ধারিত নিরীক্ষকদের ন্যূনতম নিরীক্ষা ফি বা সংস্থা কর্তৃক স্বীকৃত সন্তোষজনক ফি প্রদানের সুপারিশ করেন। রেজিস্টার অব জয়েন্ট স্টক এক্সচেঞ্জ (আরজেএসসি)-এর সব কাজকে ডিজিটালাইজ করার ওপরও তারা জোর দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর