শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

লবণাক্তসহিষ্ণু ধানের চাষে কৃষককে উৎসাহিত করুন : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে অতিদ্রুত লবণাক্তসহিষ্ণু ধানের জাত চাষে কৃষককে উৎসাহিত করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, ইতিমধ্যে ব্রি ৬৭, ৯৭, ৯৯, বিনা-১০সহ অনেক লবণাক্তসহিষ্ণু জাতের ধান উদ্ভাবিত হয়েছে। এগুলোর পর্যাপ্ত বীজ উৎপাদন করে কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের চাষের জমি কমছে, মানুষ বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে।আরও নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। গতকাল সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন মন্ত্রী।  সভা সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।

সভায় জানানো হয়, করোনা মহামারী প্রকোপের মধ্যেও কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন প্রকল্পসমূহের মে, ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি হয়েছে ৭৬ শতাংশ। এ অগ্রগতি জাতীয় গড় অগ্রগতির চেয়ে ১৮ শতাংশ বেশি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর