শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

লকডাউনে এনজিওর কিস্তি আদায় ভোগান্তিতে কর্মহীন মানুষ

কিস্তি আতঙ্কে দিশাহারা মানুষ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার গ্রাম ও শহর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউনের মধ্যেই ঋণের কিস্তি আদায় করছেন এনজিওকর্মীরা। ঋণের কিস্তির চাপে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ঋণগ্রহীতারা। ভুক্তভোগীরা জানান, লকডাউনে বাজারঘাট দোকানে আয়-রোজগার বন্ধ। পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। সেখানে ঋণের কিস্তির টাকা পরিশোধ করা অনেকের পক্ষেই অসম্ভব। অথচ সময়মতো কিস্তির টাকা দিতে না পারলে বাড়ি এসে নাজেহাল করা হচ্ছে। জানা যায়, খুলনার রূপসা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, খানজাহান আলী থানা এলাকায় অনেকে এনজিও থেকে ঋণ নিয়ে ছোটখাটো ব্যবসা করছেন। অনেকে ঋণের টাকায় ইজিবাইক থ্রি-হুইলার রিকশাভ্যান কিনে ভাড়ায় চালিয়ে ঋণের টাকা শোধ করছেন। কিন্তু লকডাউনে আয় বন্ধ থাকায় বর্তমানে তারা কিস্তির টাকা দিতে পারছেন না। ডুমুরিয়া গ্রামের ফোরকান আলী জানান, ১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি ইজিবাইক কিনেছেন। তার সাপ্তাহিক কিস্তি দেওয়ার কথা ২৬০০ টাকা। লকডাউনে কিস্তির টাকা দিতে না পারায় নানাভাবে তাকে নাজেহাল করছেন এনজিওকর্মীরা। এদিকে কিস্তির ভয়ে টাকা উপার্জনের জন্য অনেকে লকডাউনের মধ্যেও গাড়ি নিয়ে রাস্তায় বের হচ্ছেন। সময়মতো কিস্তির টাকা না দিলে বিপদে পড়তে হবে বলেও ঋণগ্রহীতাদের হুমকি দেওয়া হচ্ছে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ বলেন, লকডাউনে সব ধরনের অফিস ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এ সময় এনজিওর কিস্তি আদায় করা যাবে না। এ ধরনের ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর