শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

নির্বাচনোত্তর সহিংসতা শাহআলম হত্যায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নে নির্বাচনোত্তর সহিংসতায় শাহআলম খান নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ১৩ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে এ মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, শাহআলম খান হত্যা মামলার পরপরই এজাহারভুক্ত আসামি হারুন সরদারকে পুলিশ গ্রেফতার করেছে। থানার উপ-পরিদর্শক অহিদুল ইসলামকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।  উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর বেইলি ব্রিজ এলাকায় প্রতিপক্ষের হামলায় পাশর্^বর্তী বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের শাহআলম খান আহত হন। ওইদিন রাত সাড়ে ১১টায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহআলম খান (৬০) খাঞ্জাপুরের ৯ নম্বর ওয়ার্ড সদস্য পদে পরাজিত মন্টু হাওলাদারের ভায়রা। এ হত্যায় বিজয়ী সদস্য ফিরোজ মৃধার সমর্থকদের দায়ী করেছেন শাহআলমের স্বজনরা।

এদিকে নির্বাচনের দিন সন্ধ্যায় খাঞ্জাপুরে বিজয়ী সদস্য প্রার্থীর মিছিলে ককটেল হামলায় নিহত আবু বক্কর হত্যা মামলায় তিন আসামিকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। আবু বক্কর হত্যা মামলায় তিনজনকে গ্রেফতারের কথা ওসি স্বীকার করলেও তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।

এর আগে নির্বাচনের দিন দুপুরে ককটেল হামলায় নিহত মৌজে আলী হত্যা মামলায় খাঞ্জাপুরের ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ফিরোজ মৃধাসহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এ হত্যা মামলায় গ্রেফতার এড়াতে খাঞ্জাপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম এখন প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। তবে হত্যা মামলায় নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন জেলা পুলিশের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর