শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা
সিলেট-৩ উপনির্বাচন

প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-৩ আসনের উপনির্বাচনে প্রতিদ্ধন্ধিতাকারী চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চার প্রার্থীর মধ্যে তিনজন দলীয় প্রতীক ও একজন স্বতন্ত্র প্রার্থী তার পছন্দের প্রতীক পেয়েছেন। গতকাল সকালে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের। চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব নৌকা, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী মোটরগাড়ি প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দকালে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়সল কাদের চৌধুরী প্রার্থীদের উদ্দেশে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রার্থী নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। কোনো প্রার্থী বা তাদের সমর্থক কোনোভাবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করতে পারবেন না। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কমিশন কড়া ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদন্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।

এদিকে প্রতীক পেয়েই প্রার্থীরা নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমেছেন। আগামী ২৮ জুলাই নির্বাচনী আসনটিতে ভোট গ্রহণের কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর