শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা
একনজরে

এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে ১৪ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৪ জুলাই জাতীয় পার্টি (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ জানান, ১ থেকে ১৪ জুলাই প্রতিদিন পল্লী নিবাসসহ দেশের সব মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া সম্মিলিত জাতীয় জোটের উদ্যোগে বিভিন্ন স্থানে এরশাদের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচি পালনের জন্য জাফর ইকবাল সিদ্দিকী আহ্বায়ক, ফখর উজ জামান জাহাঙ্গীরকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- কাজী মামুনুর রশীদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, সেকেন্দার আলী মনি, শেখ শহিদুজ্জামান, মো. আক্তার হোসেন, শাহ আলম তালুকদার, নূর ইসলাম নূর, মো. সিরাজুল ইসলাম ও কাজী রুবায়েত হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর