শিরোনাম
শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে কবরস্থান নিয়ে সংঘর্ষের ঘটনায় তিনজন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কবরস্থানে সাইন বোর্ড টাঙানো নিয়ে সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. এয়াকুব, ওসমান আলী ও মাসুদ আলম। বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (দক্ষিণ) বিজয় বসাক বলেন, ‘কবরস্থানের সাইন বোর্ড টাঙানো নিয়ে সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।’ বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই থেকে প্রথমে এয়াকুবকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরী থেকে অন্যদের গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ জুন বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার ‘বড় মৌলভী বাড়ির পারিবারিক কবরস্থানে বিনামূল্যে কবর দেওয়া হয়’ উল্লেখ করে সাইন বোর্ড লাগাতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর