শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

চিতা বিড়ালকে বাঘশাবক বলে বিক্রি!

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় চিতা বিড়ালকে বাঘশাবক বলে বিক্রির চেষ্টা করা হয়েছে। এ সময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট দুই কিশোরকে আটক করে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সামাজিক বনবিভাগ কুমিল্লার বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম। তিনি বলেন, একটি চক্র অনলাইনে বাঘ শাবক বিক্রি হবে বলে পোস্ট দেয়। ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ক্রেতা সেজে বৃহস্পতিবার তাদের আটক করে। বন্যপ্রাণী বিক্রি দন্ডনীয় অপরাধ। তার ওপরে তারা চিতা বিড়ালকে বাঘ শাবক বলে বিক্রির চেষ্টা করেছে। তারা কিশোর হওয়ায় সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চিতা বিড়াল দুটি গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর