শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

করোনা নিয়ন্ত্রণের সরকারি কোনো পদক্ষেপেই দূরদর্শিতা নেই : রব

নিজস্ব প্রতিবেদক

করোনা নিয়ন্ত্রণের সরকারি কোনো পদক্ষেপেই দূরদর্শিতা নেই : রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, করোনাভাইরাসের অতি বিস্তারের প্রেক্ষাপটে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া কোনো পদক্ষেপই দূরদর্শিতার পরিচায়ক নয়। ব্যাপক পরীক্ষা, রোগী শনাক্তকরণ, আইসোলেশন, কন্টাক্ট ট্রেসিং এবং কোয়ারেন্টাইনের কোনো ব্যবস্থা না নিয়ে লকডাউনের নামে একমাত্র গণপরিবহন বন্ধ রাখা কিছুতেই করোনা মোকাবিলার সহায়ক হচ্ছে না। গতকাল এক বিবৃতিতে আ স ম আবদুর রব বলেন, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। দৈনিক রোগী শনাক্ত আবারও ৬ হাজার ছাড়িয়েছে। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে সারা দেশই এখন উচ্চ ঝুঁকিতে। ৫০টির বেশি জেলায় অতি উচ্চ সংক্রমণ রয়েছে বলে মত দিয়েছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

করোনার ভয়াবহতা মোকাবিলায় তাঁর ছয় দফা প্রস্তাবনা হলো : ১. অবিলম্বে করোনা মোকাবিলায় সব সম্মুখযোদ্ধা, সাংবাদিক, জ্ঞান, বিজ্ঞান, মেধা ও প্রজ্ঞার অধিকারী সব পেশাজীবী, শ্রমজীবী ও কর্মজীবী অংশীজন প্রতিনিধি সমন্বয়ে জাতীয়  স্বাস্থ্য কাউন্সিল গঠন করতে হবে; ২. অবিলম্বে অব্যাহত টিকা কার্যক্রম পরিচালনার জন্য টিকা সংগ্রহের জন্য বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে; ৩. অবিলম্বে দেশে টিকা উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করতে হবে; ৪. করোনা সংক্রমণ বিস্তার রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুসরণ করতে হবে; ৫. বহুমুখী দারিদ্র্যে জর্জরিত ৬ কোটিরও বেশি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে; ৬. উচ্চাভিলাষী মেগা প্রজেক্টের বরাদ্দ বাতিল করে স্বাস্থ্য ও খাদ্য খাতে বরাদ্দ নিশ্চিত করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর