শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

সাফারি পার্কে আনা হয়েছে বনবিড়াল ছানা দুটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

কুমিল্লার কোর্টবাড়ি থেকে উদ্ধার বনবিড়াল দুটি শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে। গত বৃহস্পতিবার দুই শিক্ষার্থীর কাছ থেকে বনবিড়াল দুটি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে গতকাল গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়। এরা মার্বেল বিড়াল বলে পরিচিত, নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানিয়েছেন, শিক্ষার্থীরা এগুলো বিক্রি করতে চেয়েছিলেন। পরে তাদের হাতেনাতে ধরা হয়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।  বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, প্রাণীগুলোকে উদ্ধার করে সাফারি পার্কের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর