রবিবার, ২৭ জুন, ২০২১ ০০:০০ টা

মানুষের জীবন বাঁচাতেই লকডাউন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানুষের জীবন বাঁচাতেই লকডাউন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, লকডাউনের ওপর নির্ভরতা নয়, লকডাউন দিতে হয় বাধ্য হয়ে। টিকা হাতে না থাকলে লকডাউনই করোনা প্রতিরোধের একমাত্র উপায়। বিশ্বের অনেক দেশই লকডাউন দিয়ে করোনা নিয়ন্ত্রণে রেখেছে। আমরা লকডাউন চাই না। কিন্তু মানুষের জীবন বাঁচাতেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। গতকাল বিকালে মানিকগঞ্জের গড়পাড়ায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, গোপালগঞ্জে তৈরি হবে করোনার টিকা। টিকা তৈরির বিষয়টি আমরা অনেক আগ্রহের সঙ্গে গ্রহণ করেছি। টিকা  তৈরির ব্যাপারে প্রধানমন্ত্রীরও আগ্রহ রয়েছে। দেশি-বিদেশি এক্সপার্টদের সঙ্গে আমরা ইতিমধ্যে কয়েকটি সভা করেছি। তাদের প্রজেক্ট প্রোফাইল তৈরির ব্যাপারে বলা হয়েছে। গোপালগঞ্জে যে ওষুধ কারখানা রয়েছে অথবা তার পাশেই টিকা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ দলীয় নেতা-কর্মী ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর