সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

চসিকের আড়াই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ২০২১-২২ অর্থবছরের জন্য ২ হাজার ৪৬৩ কোটি ৯৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে চসিকের ষষ্ঠ পর্ষদের মেয়র হিসেবে প্রথম বাজেট ঘোষণা করেন তিনি। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাজেট বিবরণী উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. ইসমাইল। ২০২০-২১ অর্থবছরের ২ হাজার ৪২৫ কোটি ৪২ লাখ ৮২ হাজার টাকা মূল বাজেট হলেও সংশোধিত বাজেটে তা দাঁড়ায় ১ হাজার ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার টাকা।

জানা যায়, এবারের বাজেটে উন্নয়ন অনুদান এবং কর আদায়কে আয়ের প্রধান দুই খাত হিসেবে নির্ধারণ করা হয়। গত ২০২০-২১ অর্থবছরেও এ দুটি খাতই ছিল আয়ের প্রধান উৎস। এবার ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ২ হাজার ৪৬৩ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে নিজস্ব উৎসে আয় ধরা হয়েছে ৮৫২ কোটি ১ লাখ টাকা, উন্নয়ন অনুদান খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ হাজার ৫৭০ কোটি টাকা। এ ছাড়া অন্যান্য উৎস থেকে আয় ৩৭ কোটি ৯৫ লাখ টাকা ও ত্রাণ সাহায্য খাতে ৪ কোটি টাকা। এবার বকেয়া কর ও অভিকর খাতে আয় ধরা হয়েছে ২১৮ কোটি ১৫ লাখ টাকা, হালকর ও অভিকর খাতে ১৮৩ কোটি ৭৬ লাখ টাকা, ফিস আদায় বাবদ ১২৪ কোটি ১৫ লাখ টাকা, জরিমানা আদায় বাবদ ৫০ লাখ, সম্পদ হতে অর্জিত ভাড়া ও আয় বাবদ ১১৩ কোটি ৯০ লাখ টাকা ও বিবিধ আয় ৪৫ কোটি ২ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর