মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ০০:০০ টা

ডেইরি শিল্প রক্ষায় গুঁড়াদুধে শুল্ক বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

দেশের ডেইরি খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে গোখাদ্যে ভর্তুকি প্রদান ও গুঁড়াদুধে আমদানি শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছে দুগ্ধ খামারি ও ডেইরি খাত সংশ্লিষ্টরা। এ ছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে ডেইরি তথা প্রাণিসম্পদ খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানানো হয়।

গতকাল অক্সফ্যাম, পল্লীশ্রী ও বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত অনলাইনভিত্তিক সভায় এসব দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে অংশ নেন সংসদ সদস্য মো. আফতাব উদ্দীন সরকার, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমান। সভাপতিত্ব করেন স্থানীয় উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর