বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক

লকডাউনের ঘোষণায় প্রতিদিন কমছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের কিছুটা উত্থান হলেও লেনদেন নেমেছে ১ হাজার ২০০ কোটি টাকার নিচে। যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

লকডাউন আতঙ্কে রবিবার থেকেই শেয়ারবাজারে  নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। লেনদেন বন্ধ হয়ে যেতে পারে, এমন গুঞ্জনে সপ্তাহের প্রথম দিনে ডিএসইর প্রধান সূচক ১০০ পয়েন্ট কমে যায়। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে জানানো হয়েছে, ব্যাংক খোলা থাকলে যেকোনো পরিস্থিতিতে শেয়ারবাজারের  লেনদেন চলবে। এ ঘোষণাও খুব একটা কাজে আসেনি।

গতকালের দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট  বেড়ে ৬ হাজার ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের এই উত্থানের দিনে ডিএসইতে দামবৃদ্ধির তালিকায় ছিল ১৭৫টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১৬৬টির। আর ৩২টির দাম অপরিবর্তিত থাকে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৮  কোটি ৮ লাখ টাকা। যা গত ২৮ এপ্রিলের পর সর্বনিম্ন। গত ২৮ এপ্রিল ডিএসইতে ৯৪০ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৬৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪২ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৪ কোটি ৬ লাখ টাকার  শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৩ পয়েন্ট। বাজারটিতে  লেনদেন হয়েছে ৫৪ কোটি ৬৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫১টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর