বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

ঢাবির শতবর্ষে নেই সশরীরে অনুষ্ঠান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আগামীকাল পয়লা জুলাই প্রতিষ্ঠার শত বছর পূর্ণ করবে দেশের উচ্চশিক্ষার মহিরুহ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে দিবসটি উদ্যাপনের কথা থাকলেও তা আর হচ্ছে না। চলমান করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় এ উপলক্ষে ক্যাম্পাসে সশরীরে কোনো অনুষ্ঠান হবে না। তবে অনলাইনে প্রতীকী কর্মসূচি পালিত হবে। গতকাল বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, অনলাইন প্রতীকী কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে পয়লা জুলাই বিকাল ৪টায় এক ভার্চুয়াল আলোচনা সভা হবে। এতে মূল বক্তা হিসেবে সংযুক্ত থাকবেন বিশিষ্ট ভাষাসৈনিক, কলামিস্ট ও বুদ্ধিজীবী আবদুল গাফ্ফার চৌধুরী। তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ : ফিরে দেখা’ শীর্ষক মূল বক্তব্য প্রদান করবেন।

ভার্চুয়াল আলোচনা সভাটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ফেসবুক পেজে (ওঈঞঈবষষউট) সরাসরি সম্প্রচার করা হবে।

মূল আয়োজন পয়লা নভেম্বর শতবর্ষ পূর্তির মূল অনুষ্ঠান হবে পয়লা নভেম্বর। বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, ওই দিন ঢাবি কেন্দ্রীয় খেলার মাঠে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর