বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

টেলিমেডিসিনের চিকিৎসকের টাকা সাইবার প্রতারকদের হাতে

নিজস্ব প্রতিবেদক

স্পুফ কলের মাধ্যমে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) নিয়ে এক টেলিমেডিসিন চিকিৎসকের লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে সাইবার প্রতারকদের একটি চক্র। এ অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। তারা হলেন সাগর আহম্মেদ, বিপুল হোসেন ও হামিদুল ইসলাম। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল ডিএমপি-সূত্র জানান, করোনাকালে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে আসছেন। এমন একজন সিনিয়র নারী চিকিৎসক টেলিমেডিসিন সেবা দিয়ে অনলাইনে সম্মানী গ্রহণ করতেন। কিন্তু একদল এমএফএস (মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস) প্রতারক স্পুফ কল করে চিকিৎসককে প্রতারণা করে ওটিপি গ্রহণ করে অ্যাকাউন্টে থাকা লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা হয়। মামলাটি তদন্ত শুরু করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ইন্টারনেট রেফারেল টিম। ২৭ থেকে ২৮ জুন পর্যন্ত মাগুরা, রাজবাড়ী ও শ্রীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সাগরকে মাগুরা সদর থেকে, বিপুলকে রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে আর হামিদকে মাগুরার শ্রীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর