বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

রাজশাহীতে নারী কৃষি কর্মকর্তার লাশ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় খাদিজা আক্তার (৪৫) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পবা উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। নিহত খাদিজা বেগম উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ওহাব আলীর স্ত্রী। খাদিজাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে মামলা হয়েছে। এ ঘটনায় খাদিজার স্বামী ওহাব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, খাদিজার স্বামী জানিয়েছেন, মঙ্গলবার রাতে খাবার খেয়ে খাদিজা আক্তার, তার স্বামী ও শিশু সন্তানসহ ঘুমিয়ে পড়েন। রাতে বিছানায় না দেখে ঘরের বাইরে এসে দেখেন, পুরনো একটি ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রী খাদিজা আছে। পরে পুঠিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খাদিজা আক্তারের ভাই আবুল কালাম বলেন, মরদেহের শরীরে আত্মহত্যার আলামত নেই। তাকে কৌশলে মেরে ফেলা হয়েছে।

 প্রতিবেশী আবদুল্লাহ বলেন, ওহাব আলী ও খাদিজা আক্তারের বিয়ে হয়েছে প্রায় ২০ বছর আগে। খাদিজার পিতার বাড়ি বগুড়া জেলা সদরে। চাকরির কারণে তারা রাজশাহী শহরে ভাড়া বাড়িতে থাকেন। ওহাব নগরীর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে প্রদর্শক হিসেবে কর্মরত। সে তার স্ত্রীকে মাঝে মধ্যে নির্যাতন করত। মঙ্গলবারও তাদের ঝগড়া হয়েছে। নিহতের ছেলে গালিব (৯) বলে, বাবা ও মার মধ্যে কোনো ঝগড়া বা মারামারি দেখতে পাইনি। অনেক রাতে দাদি আমাদের ঘুম থেকে ডেকে তুলেছেন। এরপর গিয়ে দেখি মা মরে গেছে। নিহতের স্বামী ওহাব আলী বলেন, ‘রাতের খাবার শেষে শুয়ে পড়ি। রাত সাড়ে ১২টার দিকে ছোট ছেলে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে। এরপর তাকে রুমে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। বাড়ির পুরনো ঘরের তীরে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মামলা করেছেন। মামলায় পুলিশ স্বামী ওহাব আলীকে গ্রেফতার করেছে। নিহত কৃষি কর্মকর্তা খাদিজার মামা তানভীর রিমন জানান, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারণা চালানো হয়েছে।

সর্বশেষ খবর