বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রামে বসুন্ধরার ত্রাণ পেল অসহায় মানুষ

পঞ্চগড় প্রতিনিধি

দেশের সর্বউত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রাম এলাকার দরিদ্র এবং দুস্থ মানুষ পাচ্ছেন দেশের স্বনামধন্য ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরার ত্রাণসামগ্রী। বুধবার সকাল থেকে ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয় এই জেলায়। শুরুর দিনে বোদা এবং দেবীগঞ্জ উপজেলার ১ হাজার দুস্থ এবং গরিব মানুষের হাতে এসব ত্রাণ তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়েছে শতাধিক আদিবাসী পরিবার। এই জেলায় ৩ হাজার গরিব পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। করোনাকালীন লকডাউনে হাজার হাজার মানুষ বেকার ও কর্মহীন হয়ে পড়েছে। ফলে দিন আনে দিন খায় এমন মানুষ খাবারের সংকটে পড়েছে। এসব বিবেচনা করে বসুন্ধরা গ্রুপ এই জেলার প্রান্তিক মানুষের হাতে খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে। বোদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২০০ মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। পরে বালাভির আদিবাসী পল্লীতে শতাধিক আদিবাসীর হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সলেমান আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিকালে দেবীগঞ্জ উপজেলায় দেবীগঞ্জ সরকারি কলেজ মাঠে এবং ফুটকিবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে ৬০০ দুস্থ এবং গরিব মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। দুস্থ এবং দরিদ্র মানুষের হাতে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল এবং দুই কেজি আটা তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে খুশি তারা। তারা বলছেন করোনা সংকটের দিনে ত্রাণ পেয়ে অনেক উপকার হলো তাদের। ত্রাণ পাওয়া এসব মানুষের মধ্যে অনেকে শ্রমিক, কৃষক, ভিক্ষুক, আদিবাসী। করোনা প্রতিরোধে লকডাউনের সময় তারা বেকার হয়ে পড়েছে। হঠাৎ বেকার হয়ে পড়ায় তারা দিশাহারা হয়ে পড়ে। বালাভির আদিবাসী পল্লীর মালতি হেমরম জানান, আমি দিশাহারা হয়ে পড়েছিলাম। কাজকাম নাই। সংসার কীভাবে চলবে। চাল ডাল পেয়ে কয়েক দিন অন্তত নিশ্চিন্তে চলতে পারব। খচাবাড়ি এলাকার আকরাম হোসেন জানান, এই দুঃসময়ে কেউ ত্রাণ দেবে ভাবতেও পারিনি। আমি আনন্দিত। বসুন্ধরাকে ধন্যবাদ। দৈনিক কালের কণ্ঠের পরিচালক জাকারিয়া জামানের নেতৃত্বে পঞ্চগড় জেলা শুভসংঘের কর্মীদের ব্যবস্থাপনায় এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার) সদর উপজেলা এবং শুক্রবার তেঁতুলিয়া উপজেলায় ২ হাজার পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হবে।

সর্বশেষ খবর