শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

খুমেক পিসিআর ল্যাব বন্ধ, খুবিতে চালু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি পিসিআর ল্যাবে ‘জীবাণু সংক্রমণে’র কারণে করোনার নমুনা পরীক্ষা তিন দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই সময়ের মধ্যে পিসিআর ল্যাব জীবাণু মুক্ত করা হবে। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, বুধবার রাতে করোনা নমুনা পরীক্ষা করতে গিয়ে প্রায় সব নমুনা পজিটিভ হওয়ায় ল্যাবে জীবাণু সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। পরে গতকাল থেকে তিন দিনের জন্য ল্যাবটির কার্যক্রম বন্ধ করে জীবাণু মুক্ত করার সিদ্ধান্ত হয়। এদিকে অতিরিক্ত চাপের কারণে এরই মধ্যে প্রায় ২ হাজার নমুনা পরীক্ষার জন্য আটকে গেছে। এসব নমুনা ঢাকায় পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এদিকে গতকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জিনোমিক্স ল্যাবে স্থাপিত আরটি পিসিআর মেশিনে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। প্রতিদিন এখানে ৯০টির বেশি নমুনা পরীক্ষা করা যাবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, খুলনা মেডিকেল কলেজ থেকে প্রতিনিধি, কিট, রি-এজেন্ট হস্তান্তর করা হয়েছে। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের কিট নিয়ে তাদের জনবল দিয়ে খুবির ল্যাব থেকে পরীক্ষাগুলো করানো হবে।

ডা. মেহেদী নেওয়াজ বলেন, ডেডিকেটেড হাসপাতালে ভর্তি থাকা রোগী যাদের শারীরিক উন্নতি হয়েছে তাদের পুনরায় নমুনা পরীক্ষা ছাড়া ছাড়পত্র দেওয়া যাবে না। এসব রোগীর নমুনা পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করা হবে। খুবি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ল্যাব চালুর ব্যাপারে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সর্বশেষ খবর