শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

ঢাবি একটি অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয়

ঢাবি একটি অসাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয়

বঙ্গভঙ্গ রদের পর পূর্ববঙ্গের মুসলমানদের খুশি করার জন্য আলীগড় বিশ্ববিদ্যালয়ের অনুকরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়- এমন একটি কথা প্রচলিত আছে। প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ই হলো উপমহাদেশের একটি অসাম্প্রদায়িক এবং জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িকতা ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাম্প্রদায়িকতা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে গতকাল এক ভার্চুয়াল আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিশিষ্ট ভাষাসৈনিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়াসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীণ কুমার সরকার। অনুষ্ঠানে আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, যদিও পূর্ববঙ্গের মুসলমান ছাত্রছাত্রীরা শুরুতে এখানে যোগ দিয়েছে, কিন্তু অধিকাংশ শিক্ষক ছিলেন অন্য সম্প্রদায়ের। রমেশচন্দ্র মজুমদার এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর ছিলেন, সুতরাং এই বিশ্ববিদ্যালয়টি সাম্প্রদায়িক উদ্দেশ্যে হয়েছিল এই কথার সঙ্গে আমি সহমত পোষণ করি না। তিনি বলেন, উপমহাদেশে আধুনিক শিক্ষা প্রচারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অসীম। কলকাতা বিশ্ববিদ্যালয়, আলীগড় বিশ্ববিদ্যালয় যে কাজটি করতে পারেনি, ঢাকা বিশ্ববিদ্যালয় সেই কাজটি করেছে। একটি স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। বাংলা ভাষা এবং সাহিত্যকে চর্যাপদের আমল থেকে শুরু করে রবীন্দ্রনাথ ও শামসুর রাহমান পর্যন্ত যেই স্রোত, সেই স্রোতকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষাকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদায় উন্নীত করেছে।

সর্বশেষ খবর