শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে কানাডা দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে কানাডা দিবস উদযাপিত

কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত

সপ্তাহব্যাপী জমকালো আয়োজন ও উৎসবের মধ্য দিয়ে কানাডা দিবস-২০২১ উদযাপন করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয় বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেছিল। গত ১ জুলাই দিবসের শুরুতে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত। এ সময় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র উপদেষ্টা ও বোর্ড অব ট্রাস্টিজ অধ্যাপক এইচ এম জহিরুল হক এবং রেজিস্ট্রার দিলদার আহমেদসহ সব ডিপার্টমেন্টের প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে অংশ নেয়। ড. চৌধুরী নাফিজ সরাফাত তার বক্তব্যে বলেন, কানাডিয়ান  ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষার মাধ্যমে জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে দেশে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। প্রসঙ্গত, ড. চৌধুরী  নাফিজ সরাফাত কানাডা-বাংলাদেশ চেম্বার হাউসের (কানাডা) প্রেসিডেন্ট। তিনি কানাডিয়ান-বাংলাদেশি নাগরিকদের জন্য একটি প্ল্যাটফরম তৈরিতে কাজ করে যাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর