শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারত থেকে কয়লা পরিবহন শুরু

কলকাতা প্রতিনিধি

ভারতের পণ্য রপ্তানি ক্ষেত্রে এক নতুন যাত্রার সূচনা হলো কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি (এসপিএম) বন্দর থেকে। বাংলাদেশের খুলনায় নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য কলকাতার এসপিএম বন্দর থেকে পাড়ি দিল সাড়ে ৩ হাজার টনের বেশি কয়লা বহনকারী কার্গো জাহাজ। গতকাল মোট ৩৭৫২ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ যাত্রা শুরু করে বাংলাদেশের উদ্দেশ্যে। ফিতে কেটে এর আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতা এসপিএম বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার। ভারতের ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ থেকে রেলপথে প্রথমে এই কয়লা আসে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে। সেখানে ওই কয়লা আনলোড করে তা কার্গো জাহাজে ফের লোডিং করা হয় এবং তা জলপথের মাধ্যমে পাঠানো হলো বাংলাদেশের  মোংলা বন্দরের উদ্দেশে। আগামী চার-পাঁচ দিনের মধ্যে তা নির্দিষ্ট গন্তব্যে  পৌঁছে যাবে। ভারতের এনটিপিসি ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের যৌথ প্রচেষ্টায় গঠিত ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড’-এর উদ্যোগে খুলনায় তৈরি হয়েছে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র। কলকাতা বন্দর থেকে রপ্তানি করা এই কয়লা মূলত সেখানেই ব্যবহৃত হবে। কয়লার রপ্তানিকারক সংস্থাটি হলো গোদাবরী কমোডিটিস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। কলকাতা শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানান ‘আমরা আশা করছি প্রতি মাসে এই বন্দর থেকে অন্তত ২০ হাজার টন কয়লা বাংলাদেশে রপ্তানি করা সম্ভব হবে।’ তার অভিমত, জলপথে বাংলাদেশে কয়লাসহ অন্য পণ্য রপ্তানির ক্ষেত্রে এই বন্দর একটি গুরুত্বপূর্ণ হাব হতে চলেছে। এতে দুই দেশের বাণিজ্যের সম্ভাবনা আরও বৃদ্ধি হবে।’ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর