রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

এবার খুলনা বিশ্ববিদ্যালয়ের আরটি পিসিআর ল্যাবও বন্ধ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আরটি-পিসিআর মেশিনের সহায়ক যন্ত্রাংশে (বায়োসেফটি কেবিনেট) ত্রুটিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এতে খুলনায় নমুনা পরীক্ষায় আরও ভোগান্তি তৈরি হয়েছে। এর আগে ১ জুলাই খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ‘জীবাণু সংক্রমণ’ হলে সেখানে নমুনা পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। গত তিন দিনেও সেটি চালু করা যায়নি। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় সময় ‘বায়োসেফটি কেবিনেট’ ব্যবহার করা হয়। এতে ওই কক্ষে জীবাণু ছড়াতে পারে না। খুবি ল্যাবের পরিচালক প্রফেসর ড. আশিষ কুমার দাস জানান, ‘আল্ট্রা ভায়োলেট ল্যাম্প’ নষ্ট হওয়ায় পিসিআর মেশিনের সহায়ক যন্ত্রাংশ বায়োসেফটি কেবিনেটটি ব্যবহার করা যাচ্ছে না। এই কেবিনেট ছাড়াও নমুনা পরীক্ষা করা যায়। কিন্তু এতে যিনি নমুনা পরীক্ষা করবেন তার সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। গত ১ জুলাই চালুর পর এ ল্যাবে গত দুদিনে মোট ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটি তিনদিনের মধ্যে জীবাণু মুক্ত করার কথা বলা হলেও তা চালু করা সম্ভব হয়নি। জানা যায়, গত ৩০ জুন রাতে করোনার নমুনা পরীক্ষা করতে গিয়ে এখানে প্রায় সব নমুনাই পজেটিভ হওয়ায় ল্যাবে জীবাণু সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। গতকাল দুই দফায় পরীক্ষামূলক নমুনা পরীক্ষায় অধিকাংশই পজিটিভ হওয়ায় এখনো ল্যাবটি জীবাণু মুক্ত হয়নি বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

সর্বশেষ খবর