রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

কাস্টমসে চাকরির প্রতারণা চক্রের দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা কাস্টমস হাউসে চাকরি দেওয়ার কথা বলে শতাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। এ ঘটনায় গত ৩০ জুন রাজধানীর ভাটারা থানায় একটি মামলা হয়। ১ জুলাই ইব্রাহিম হোসেন রবিন এবং মেহেদী হাসান খোকন নামে চক্রের দুজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম জানান, মেহেদীকে কাস্টম অফিসার সাজিয়ে কাস্টমের চাকরিপ্রত্যাশী প্রার্থীদের পরিচয় করিয়ে দিত রবিন। কাস্টম হাউসের সরকারি মেইল ([email protected]) এর অনুরূপ [email protected] ইমেইল অ্যাকাউন্ট তৈরি করে। এখানে শুধু তারা এস বর্ণটি বাদ দেয়। এই মেইল দিয়ে চাকরিপ্রার্থীদের বিভিন্ন মেইল পাঠাত। কাস্টম চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করার সময় উবার/পাঠাও এর গাড়ি ব্যবহার করত। 

জানা গেছে, মেহেদী হাসান খোকনের পেশা পাখির খাবার বিক্রি করা, পাখির খাবারের দোকানের পাশাপাশি এ ধরনের কাস্টমের চাকরি নিয়োগের নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে ইব্রাহিমের সহায়তায় প্রতারণামূলক কাজ করে আসছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর