মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখলে লাইসেন্স বাতিল : আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখলে লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল সকালে বিজয় সরণি এলাকা সরেজমিন পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। মেয়র বলেন, বিজয় সরণি ফোয়ারাসহ ডিএনসিসির সব ফোয়ারা দৃষ্টিনন্দন ও সচলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শপিং মল ও দোকানপাট মালিকদের সরকারি নির্দেশনাসহ প্রচলিত আইন ও বিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

আতিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসির পক্ষ থেকে জনকল্যাণমূলক সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিদ্যমান কভিড-১৯ পরিস্থিতিতে খাদ্য সহায়তাসহ যে কোনো জরুরি সেবা গ্রহণের জন্য ৩৩৩ নম্বর সচল রয়েছে। যে কোনো অসহায় ও দুস্থ মানুষ ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা গ্রহণ করতে পারছেন। ডিএনসিসি মেয়র বলেন, নিজের পরিবারসহ শহর ও দেশ সুরক্ষিত রাখার জন্য আমাদের সবাইকেই সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথ মেনে চলতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর