শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

৩৩৩ নম্বরে কল করলে খাবার বাসায় পৌঁছে দেওয়া হবে : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

৩৩৩ নম্বরে কল করলে খাবার বাসায় পৌঁছে দেওয়া হবে : ইকবালুর রহিম

জেলা প্রশাসনের আয়োজনে গতকাল দিনাজপুরে কর্মহীন শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি -বাংলাদেশ প্রতিদিন

দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো মানুষকে না খেয়ে মরতে দেওয়া হবে না। করোনাকালীন সময় অসহায় ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহযোগিতার অংশ হিসেবে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হচ্ছে। ৩৩৩ নম্বরে কল করলে প্রয়োজনে যাদের বাসায় খাবার নেই তাদের বাসায় খাবার পৌঁছে দেওয়া হবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ভাতা মানুষের কষ্ট লাঘবের জন্য সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে হোটেল শ্রমিকদের মধ্যে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (খাদ্য সহায়তা) উপহার বিতরণকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এ কথা বলেন।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে ও এডিসি জেনারেল শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, ইমদাদ সরকার, রবিউল ইসলাম সোহাগ প্রমুখ। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর