শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে পশুর হাট ঘিরে তিন স্তরের নিরাপত্তা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

পশুর হাটকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে চট্টগ্রামের পুলিশ। পশুর হাটে অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা রোধ ও জাল টাকা পাচার ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বড় অঙ্কের টাকা বহনে পুলিশ দেবে বিশেষ সার্ভিস। এমনকি কিছু কিছু থানায় ব্যাংকিং সময়ের পর টাকা জমা রাখার সুযোগও রাখা হচ্ছে। চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, পশুর হাটকে ঘিরে কঠোর নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া কোরবানির সময় গ্রামাঞ্চলের পশু চুরি রোধ করতেও কঠোর অবস্থানে থাকবে পুলিশ। সিএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার আরাফাতুল ইসলাম বলেন, ‘নগরীর পশুর হাটগুলোর নিরাপত্তা নিশ্চিতে তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। বড় অঙ্কের টাকা বহনে কেউ নিরাপত্তাহীনতা বোধ করলে পুলিশ প্রয়োজনে নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেবে।’ জানা যায়,  প্রতি বছর কোরবানির হাটকে ঘিরে সক্রিয় হয় অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং জাল টাকার পাচার চক্র। কোরবানির পশুর হাটে এ চক্রগুলোর অপতৎপরতা ঠেকাতে নেওয়া হয়েছে নিরাপত্তা পরিকল্পনা। জাল নোট পাচার ঠেকাতে প্রতিটি বাজারে বসানো হবে জাল নোট শনাক্তকরণ মেশিন। অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি থাকছেন সাদা পোশাকের সদস্যরা। বড় অঙ্কের টাকা বহনকারীদের জন্যও থাকবে বিশেষ পুলিশি সেবা। নির্ধারিত কিছু নম্বরে ফোন করলে পুলিশ নিরাপত্তা দিয়ে পৌঁছে দেবে নির্ধারিত স্থানে। এমন কী ব্যবসায়ীরা চাইলে ব্যাংকিং সময়ের পর থানার মধ্যেই জমা রাখতে পারবেন টাকা। পশুর হাট দখল-বেখল নিয়ে সংঘাত, খুঁটি বাণিজ্য এবং চাঁদাবাজি ঠেকাতে জিরো টলারেন্সে থাকবে পুলিশ। করোনা প্রাদুর্ভাবের মধ্যে পশুর হাটের স্বাস্থ্যবিধি মেনে চলতে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতেও কাজ করবে পুলিশ। পশুর হাটে লিফলেট বিতরণের পাশাপাশি বিনামূল্যে বিতরণ করা হবে করোনা প্রতিরোধক সামগ্রী। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘কেউ বড় অঙ্কের টাকা বহনের জন্য সহায়তা চাইলে পুলিশ সদস্যরা নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেবে। এমন কী ব্যবসায়ীরা থানার মধ্যে টাকা জমা রাখতে চাইলে সেটাও পারবেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর