শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুর মধ্যে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। ঢামেকের নবজাতক ইউনিটে বুধবার রাত ১২টার দিকে মেয়ে এবং বৃহস্পতিবার রাত ১০টার দিকে ছেলে শিশুটির মৃত্যু হয়েছে। গত ৩ জুলাই বেলা আড়াইটায় হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচারে চার সন্তানের জন্ম দেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঘোষপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী পিংকি আক্তার।

এর মধ্যে তিন ছেলে ও এক মেয়ে। গতকাল ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক আশরাফুল আলম জানান, চার শিশুই অপ্রাপ্ত বয়সে জন্ম নিয়েছিল। গর্ভে সাত মাস থাকার পর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় তারা। মৃত দুজনের ওজন ছিল ৭০০ ও ৮০০ গ্রাম। ফলে জন্মের পর থেকে তাদের নবজাতক ইউনিটের ইনকিউবেটরে রাখা হয়েছিল। বাকি দুই শিশু এখনো চিকিৎসাধীন। শিশুদের বাবা সিরাজুল ইসলাম বলেন, বুধবার মারা যাওয়া মেয়ে সন্তানটিকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার মারা যাওয়া শিশুটির দাফন হবে আজ (শনিবার)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর