শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

রাজশাহীর সেই পৌর মেয়র মুক্তার আলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে মুক্তারকে নিয়ে অভিযান চালানো হয় বাঘা থানার আড়ানীতে তার বাড়িতে। সেখান থেকে ফেনসিডিল, গাঁজা, নগদ ১ লাখ টাকা ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। জানা গেছে, মেয়র মুক্তার আলী ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। তারপর পৌরসভার কাউন্সিলর। এরপর মেয়র। প্রথম জীবনে চাঁদা তুলে সংসার চললেও এই মেয়রের ঘরেই পাওয়া গেছে কোটি টাকা। ছিল অস্ত্র, গুলি এবং মাদকের মজুদ। পুলিশ বলছে, মুক্তারের ত্রাসের কাছে এলাকাবাসী ছিলেন অসহায়।

ইতিমধ্যে তার স্ত্রী এবং দুই ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে লাপাত্তা ছিলেন মেয়র মুক্তার। রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন জানান, মেয়রের হাতে মারধরের শিকার শিক্ষক মনোয়ার হোসেন তার বিরুদ্ধে মামলা করেছেন। এ ছাড়া অস্ত্র এবং মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে। আগে থেকেই তার বিরুদ্ধে আরও ৫টি মামলা আছে। সবমিলিয়ে এখন ৮টি মামলার আসামি মেয়র মুক্তার আলী। এ ছাড়া শুক্রবার উদ্ধার হওয়া মাদকের ঘটনায় আরও একটি মামলা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর