রবিবার, ১১ জুলাই, ২০২১ ০০:০০ টা

তথ্য প্রদানে নিষেধাজ্ঞা গণমাধ্যমকে গলা টিপে ধরার অপচেষ্টা : ব্যারিস্টার মাহবুব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

করোনাকালে গণমাধ্যমে সরকারি হাসপাতালের রোগী ও স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রদানে নিষেধাজ্ঞায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ঢাকা সিভিল সার্জনের এই ধরনের প্রজ্ঞাপন স্বাধীন গণমাধ্যমের গলা টিপে ধরে করোনা পরিস্থিতির তথ্য গোপনের একটি অপচেষ্টা। এটা সংবিধানের মৌলিক অধিকার পরিপন্থী।

গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি, চিকিৎসকসহ জনবল সংকট নিয়ে প্রতিবেদন করছেন। গণমাধ্যমকর্মীদের সঠিক চিত্র তুলে ধরার কারণে স্বাস্থ্য বিভাগ যথাযথ দায়িত্ব পালনে সচেষ্ট হচ্ছে। জনসাধারণও করোনা পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সতর্ক করছে। এ অবস্থায় ঢাকা জেলার সিভিল সার্জন গত শুক্রবার যে প্রজ্ঞাপন জারি করেছেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে জারিকৃত প্রজ্ঞাপন বাতিলের দাবিও জানাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর