সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা
বসুন্ধরার ত্রাণ বিতরণ

দুর্যোগের সময় সাহায্য পাইছি খুব উপকার হইছে

দিনাজপুর প্রতিনিধি

দুর্যোগের সময় সাহায্য পাইছি খুব উপকার হইছে

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ৩০০ প্রান্তিক দরিদ্র পরিবারের মধ্যে বসুন্ধরা গ্রুপের সহায়তায় ত্রাণ বিতরণ -বাংলাদেশ প্রতিদিন

আট বছর আগে দুর্ঘটনায় পা হারিয়েছেন ৯৬ বছর বয়সী হিকমত আলী। ঘরে তার কেউ নেই। ভিক্ষাবৃত্তি করে নিবারণ করেন পেটের ক্ষুধা। ত্রাণ পেয়ে বলেন, তোমরা হামারে যে নিয়তে সাহায্য দিলা, আল্লাহ যেন সেই নিয়ত পুরা করেন। তাজমুল হোটেলে চাকরি করেন। লকডাউনে হোটেল বন্ধ। ঘরে বৃদ্ধ বাবা-মা। দুবেলা খাওয়ার খরচ নেই। নেই ওষুধ কেনার টাকাও। এমন সময় বসুন্ধরার ত্রাণ পেয়ে হাসি ফুটেছে মুখে। চিরিরবন্দরে ত্রাণ পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য দোয়া করে তাজমুল বলেন, দুর্যোগের সময়ে সাহায্য পাইছি, খুব উপকার হইছে। কয়দিন খাইতে পারমু। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে গতকাল জেলার ফুলবাড়ী, পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলায় ত্রাণ বিতরণের সময় গ্রহীতারা আবেগাপ্লুত হয়ে এমন নানা অভিমত ব্যক্ত করেন। চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইরতেজা হাসান। উপস্থিত ছিলেন আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, দিনাজপুর জেলা শাখার সভাপতি রাসেল ইসলাম, সহসভাপতি জাকেনুর বাবু, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম। পার্বতীপুরে উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন, ভবানীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোবিদুল ইসলাম, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম, পার্বতীপুর মডেল থানার ওসি জাফর ইমাম উপস্থিত ছিলেন। ফুলবাড়ীতে জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, অমরচাঁদ গুপ্ত অপু, ওয়াহিদুল ইসলাম ডিফেন্স উপস্থিত ছিলেন। আজ বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুরে বসুন্ধরার ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর