সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

খুলনায় পিসিআর ল্যাবে ফের নমুনা জট, বাড়ছে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ফের নমুনা জট তৈরি হয়েছে। প্রতিদিন এখানে ৭০০/৮০০ নমুনা জমা হলেও দু’টি পিসিআর মেশিনে পরীক্ষা করা হচ্ছে ৩৭৬টি। ফলে প্রতিদিন গড়ে ৩০০/৪০০ নমুনা আটকে যাচ্ছে। জট ছাড়াতে গত ৯ জুলাই প্রায় ২২০০ নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গত দু’দিনে আটকে গেছে আরও ৮০০ নমুনা। চিকিৎসকরা জানায়, খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে জীবাণু সংক্রমণের কারণে গত ১ জুলাই থেকে চারদিন নমুনা পরীক্ষা বন্ধ ছিল। ওই সময় ২ হাজার নমুনা ঢাকা থেকে পরীক্ষা করানো হয়। এদিকে ৪ জুলাই রাতে ল্যাবটি জীবাণুমুক্ত হলে পিসিআর মেশিনে নমুনা পরীক্ষা শুরু হয়। তবে পুনরায় জীবাণু সংক্রমণের আশঙ্কায় প্রতিদিন চারটি রানে (প্রতিবার ৯৪টি) ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ বলেন, খুলনাসহ বিভিন্ন জেলা থেকে প্রতিদিন এখানে ৭০০/৮০০ নমুনা আসে। কিন্তু দু’টি পিসিআর মেশিনে চারটির বেশি রান দেওয়া সম্ভব হয় না। এ ক্ষেত্রে প্রতিদিন ৩০০/৪০০ নমুনা আটকে যাচ্ছে। এদিকে ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে বিলম্ব হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ রোগীরা। করোনা উপসর্গ সর্দি কাশি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলেও করোনা রিপোর্ট না পাওয়ায় অনেককে ইয়োলো জোনে (উপসর্গ বিভাগ) রেখে চিকিৎসা দেওয়া হয়।

৪-৫ দিন পর রিপোর্টে পজেটিভ হলে এর মধ্যে তার সংস্পর্শে থেকে অনেকে করোনা সংক্রমিত হয়ে পড়েন। জানা যায়, চাপ সামলাতে আরেকটি পিসিআর মেশিনের দাবি জানানো হলে মন্ত্রণালয় থেকে এখনো সাড়া মেলেনি। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় ল্যাবে আলাদা পিসিআর মেশিন থাকলেও অনমুতি না পাওয়ায় সেখানেও নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। খুবি ল্যাবের পরিচালক প্রফেসর ড. আশিষ কুমার দাস জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। কিন্তু এখনো নমুনা পরীক্ষার অনুমতি পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর