সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে ৫০ লাখ

-রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে ৫০ লাখ

রূপগঞ্জের হাসেম ফুড কারখানায় অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘এটা নির্মম ঘটনা। সরকারি কর্মকর্তাদের কাছে শ্রমিকদের জীবন ছেড়ে দেওয়া যাবে না। নিরপেক্ষ তদন্ত কমিটি দরকার। যারা নিহত হয়েছেন তাদের এক জীবনের আয়ের ক্ষতিপূরণ দিতে হবে, সেটা ন্যূনতম ৫০ লাখ টাকা করে হতে হবে।’ গতকাল দুপুরে তিনি এই কারখানা পরিদর্শন করেন।

এ সময় তিনি আরও বলেন, এ দুর্ঘটনা হত্যার শামিল। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে এতসব ঘটনা ঘটছে, কিন্তু এর যথাযথ তদন্ত হচ্ছে না। রানা প্লাাজা ঘটনার পর কোনো বিচার হয়নি। এ কারণে এসব ঘটনা কমছে না। এসবের দায়দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজউলফত, অ্যাডভোকেট হাসনাত কাইউম, গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান, মো. ফরিদ উদ্দিন ও ছাত্র অধিকার পরিষদের সাদ্দাম প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর